চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে জোরারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল ৪টায় থানার সামনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজহার এবং সঞ্চালনা করেন সেকেন্ড অফিসার এসআই আরিফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার, মিরসরাই পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক অনির্বাণ চৌধুরী রাজিব, সদস্য সচিব মোহন দে, সাবেক সভাপতি সুভাষ সরকার, পুলিশ পরিদর্শক কানন সরকার এবং মিরসরাই উপজেলা প্রেস ক্লাব’র সহ-সভাপতি রাজিব মজুমদার, প্রমূখ।
সভায় বক্তারা জানান, মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ৯০টি শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যেখানে মিরসরাই এবং জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করা হবে। বক্তারা সকলের সহযোগিতা কামনা করে বলেন, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে।