ঢাকা
খ্রিস্টাব্দ

রাজনৈতিক অস্থিরতা কাটলেই বাংলাদেশে বিনিয়োগ বাড়বে

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে শীঘ্রই রোডম্যাপ : উপদেষ্টা তৌহিদ হোসেন

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্নে নেতিবাচক প্রচারণা দায়ী
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ৪.১৬ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ৪.১৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1128167 জন

  • নিউজটি দেখেছেনঃ 1128167 জন
নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে শীঘ্রই রোডম্যাপ : উপদেষ্টা তৌহিদ হোসেন
--পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও চলতি বছর শেষে বা ২০২৬ সালের শুরুতে নির্বাচন আয়োজনের কথা বলা হলেও, সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এই অনিশ্চয়তা রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে শঙ্কা, উদ্বেগ এবং কখনো ক্ষোভের সৃষ্টি করছে। এ অবস্থায় বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে, শীঘ্রই একটি রোডম্যাপ প্রকাশিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য সরকার কাজ করছে। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে কিছু নেতিবাচক মনোভাব: বিদেশে বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে শত্রুতা ও অপ্রীতিকর মনোভাবের কারণে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি উল্লেখ করেন, পৃথিবীর অন্য কোনো দেশে বাংলাদেশের মত এত সংখ্যক রাজনৈতিক দলের শাখা নেই, যা দেশের সুনাম ও ইমেজের জন্য ক্ষতিকর হতে পারে।

ভারতের অপপ্রচারে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা : তৌহিদ হোসেন আরো বলেন, গত কয়েক মাসে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে। এতে সীমান্তে যুদ্ধাবস্থা ও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার মতো মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেন। তিনি এসব অপপ্রচার রুখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

প্রবাসীদের সহায়তা নিয়ে সরকারের সিদ্ধান্ত: এছাড়া, প্রবাসীদের ক্ষেত্রে দূতাবাসে প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার কিছু অভিযোগ উঠে এসেছে, তবে সরকারের পক্ষ থেকে প্রবাসীদের সহায়তার ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি হওয়ার ঘটনা ঘটলে, সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশ্বস্ত করেন।

পরিস্থিতি স্থিতিশীল হলে দেশে আসবে বিদেশী বিনিয়োগ: পররাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে, রাজনৈতিক অস্থিরতা কেটে গেলে বিদেশী বিনিয়োগ বাংলাদেশে প্রবাহিত হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।

প্রসঙ্গক্রমে, বিদেশে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ নিয়ে মিছিল কিংবা স্লোগানে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ৪.১৬ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ৪.১৭ অপরাহ্ন