শীতার্ত মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে রংপুর সেনাবাহিনীর উদ্যোগে শুক্রবার দিবাগত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। রংপুর রেল স্টেশন, রংপুর মেডিকেল মোর এবং আশপাশের বিভিন্ন এলাকায় এই উদ্যোগের আওতায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় ।
রাত ১২ টা থেকে শুরু হয়ে কার্যক্রমটি চলে ভোর ৩ টা পর্যন্ত। সেনাবাহিনীর সদস্যরা এই সময়ের মধ্যে, প্রায় ৮০টি কম্বল বিতরণ করেন । কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে, এলাকাবাসী অত্যন্ত প্রশংসনীয় বলে আখ্যায়িত করেছেন। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত ।