ঢাকা
খ্রিস্টাব্দ

রংপুরে অস্ত্র, গাঁজা ও সরকারি ওষুধসহ আটক ১

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ | সংবাদদাতা
গাইবান্ধা (রংপুর)
শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ৫.৫৪ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ৫.৫৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1163074 জন

  • নিউজটি দেখেছেনঃ 1163074 জন
রংপুরে অস্ত্র, গাঁজা ও সরকারি ওষুধসহ আটক ১

রংপুর মহানগরীর মেডিকেল পূর্ব গেট এলাকার একটি বাড়ি থেকে একটি এয়ারগান, ২৫ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ সরকারি সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ অভিযানে আল আমিন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া বারোটার দিকে রংপুর মেডিকেল কলেজের পূর্ব গেট সংলগ্ন আল আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি এয়ারগান, ২৫ গ্রাম গাঁজা, ৮০০ বান্ড গ্লোবস, ১০০০ সার্জিক্যাল গ্লোবস, ১০০টি কেনুলা, ৩২০টি বাটারফ্লাই সেট, ৮০টি জিটোন ও ৩০০টি সিরিঞ্জসহ বিভিন্ন সরকারি চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।

আসামির স্বীকারোক্তি: গ্রেফতারকৃত আল আমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা সেবন ও বিক্রির কথা স্বীকার করেছেন। যৌথ বাহিনী জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইন প্রয়োগকারী সংস্থার বক্তব্য: রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানের পর আল আমিনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনা রংপুরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ | সংবাদদাতা
গাইবান্ধা (রংপুর)
শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ৫.৫৪ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ৫.৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ