মিরসরাইয়ের ‘দূর্গাপুর নবজাগরণ তারুণ্য সংঘ’ কর্তৃক আয়োজিত টিক্রেট টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা শাখার আমীর সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা শাখার বাইতুল মাল সম্পাদক আবদুল গফুর, ৮ নং ইউনিয়ন শাখার আমীর মাওলানা আবদুল মান্নান, সেক্রেটারি মাওলানা আবদুল আলীম এবং দীল মোহাম্মদ মামুন।
অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং সমাজের নানা ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। মাওলানা নুরুল হুদা হামিদী তার বক্তব্যে তরুণ প্রজন্মকে সঠিক পথ নির্দেশনা প্রদান ও খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক উন্নতি সাধনের গুরুত্ব তুলে ধরেন।
শনিবার (২৮ ডিসেম্বর) আয়োজকরা জানান, এ ধরনের ইভেন্টস সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে সহায়তা করে এবং তরুণদের মনোবল বৃদ্ধিতে সাহায্য করে।