ঢাকা
খ্রিস্টাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রাম

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা | লাল সবুজ বাংলাদেশ
কুমিল্লা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ২.৩৭ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ২.৩৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1234326 জন

  • নিউজটি দেখেছেনঃ 1234326 জন
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে ঘটনার জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলটি বিএনপির উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে। এতে বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী পাটোয়ারী, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন ও পৌর যুবদলের আহ্বায়ক মো. হাসান উল্লেখযোগ্য।

মিছিল শেষে বক্তৃতায় হারুন অর রশিদ মজুমদার বলেন, “আমরা কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষে প্রতিবাদ করছি না। আমাদের প্রতিবাদ একজন বীর মুক্তিযোদ্ধার পক্ষে, যাকে অপমানিত করা হয়েছে।” তিনি আরও বলেন, “যারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত।”

রোববার, আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে তাকে সারা গ্রামে ঘুরিয়ে লাঞ্ছিত করা হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, কানু বারবার লাঞ্ছিতকারীদের কাছ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এবং তারা তাকে এলাকা ছাড়তে হুমকি দিচ্ছিলেন।

ঘটনার জন্য কানুর পরিবার স্থানীয় জামায়াতে ইসলামীর সদস্যদের দায়ী করলেও দলটি নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

এই ঘটনাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি কালিমালিপ্ত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে এবং দেশের মানুষজনের মধ্যে প্রতিবাদের এক নতুন ঢেউ সৃষ্টি করেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা | লাল সবুজ বাংলাদেশ
কুমিল্লা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ২.৩৭ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ২.৩৭ পূর্বাহ্ন