মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভাস্থ ফার্মেসি মালিকদের সংগঠন বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২০২৫-২০২৮ মেয়াদী কার্যকরী কমিটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জোবেদা ফার্মেসীর সত্বাধিকারী ওমর ফারুক বাবলু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনোয়ারা মেডিকেল হলের সত্বাধিকারী ইউসুফ মিয়াজী। নতুন কমিটি আগামীদিনে সমিতির কার্যক্রম পরিচালনা এবং সদস্যদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।