ঢাকা
খ্রিস্টাব্দ

শহীদ মিনারে শ্রদ্ধা

বিজয় দিবসে মিরসরাইয়ে ‘বিএনপি’র আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ৪.১২ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ৪.৫১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1262834 জন

  • নিউজটি দেখেছেনঃ 1262834 জন
বিজয় দিবসে মিরসরাইয়ে ‘বিএনপি’র আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবিতে বক্তব্যরত- উত্তর জেলা বিএনপি যুগ্ন আহবায়ক নুরুল আমিন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

বিজয় দিবস উপলক্ষে মিরসরাই উপজেলা বিএনপির আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। খৈয়াছরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার বিকালে বড়তাকিয়া বাজারে উক্ত সভা অনুষ্ঠিত হয়।


মিরসরাই  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এবং খৈয়াছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু ও যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দীনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ন আহবায়ক নুরুল আমিন।


প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেনব উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল চৌধুরী, সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান, যুগ্ন আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, আজিজুর রহমান, জসিম উদ্দীন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েল।


অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহিউদ্দিন, মাঈন উদ্দিন লিটন, নিজাম উদ্দিন কমিশনার, দেলোয়ার হোসেন, ওমর শরীফ, সরওয়ার হোসেন রুবেল, মো. ফরহাদ হোসাইনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বার্তা দলের নাম ভাঙিয়ে যারা সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি করছে দলে তাদের স্থান হবে না। শেখ হাসিনা সরকার বিএনপির ওপর স্ট্রিম রোলার চালিয়েছে; তবুও দমাতে পারেনি। শহীদ জিয়া এমন দল সৃষ্টি করে গেছেন জাতীয়তাবাদী চেতনা থেকে এদেশের মানুষকে বিচ্ছিন্ন করতে পারে নাই। মানুষের মতামতের ভিত্তিতে আগামীর নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের পূর্ণ সমথর্ন নিয়েই বিএনপি ক্ষমতায় যাবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিএনপি।


বাঙালি জাতির দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত ‘মহান মুক্তিযুদ্ধে’ স্বাধীন বাংলাদেশ চুড়ান্ত শত্রুমুক্ত হওয়ার দিন ‘১৬ ডিসেম্বর- মহান বিজয় দিবস’ উপলক্ষে দেশের জন্য অকাতরে প্রান বিসর্জন দেয়া বীর’দের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মিরসরাই উপজেলা বিএনপি ও অংগসংগঠন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ৪.১২ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ৪.৫১ অপরাহ্ন