ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মনোনীত হলেন সাবেক শিবির সভাপতি ‘রেদোয়ান’

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ৫.২৭ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ৫.২৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1275701 জন

  • নিউজটি দেখেছেনঃ 1275701 জন
চট্টগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মনোনীত হলেন সাবেক শিবির সভাপতি ‘রেদোয়ান’
ছবি- রেদোয়ানুল ইসলাম।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মিরসরাই উপজেলার সাবেক সভাপতি রেদোয়ানুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। একইসাথে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হিসেবেও তাকে দায়িত্ব দেয়া হয়েছে।


রেদোয়ানুল ইসলাম‘কে এই নতুন পদে মনোনয়ন ঘোষণার পর, ফেডারেশনের নেতৃবৃন্দ ও কর্মীসমাজ তার অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণের উপর আস্থা প্রকাশ করেছেন। তার নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আরও শক্তিশালী হবে এবং শ্রমিকদের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করবে বলে আশা করা হচ্ছে।


নতুন দায়িত্ব যেন নিষ্ঠার সাথে পালন করতে পারেন, জনগনের সেবায় যেন তার দায়িত্ব সফল ভাবে পরিচালিত করতে সামর্থ হন- এনিয়ে রেদোয়ানুল ইসলাম সংশ্লিষ্ট চট্টগ্রাম জেলা এবং মিরসরাইবাসীর নিকট ভালোবাসা ও দোয়া কামনা করছেন। মিরসরাই উপজেলা থেকে শুরু করা তার রাজনৈতিক ও সংগঠনমূলক কর্মকাণ্ডের সাথে তিনি সমাজে সংস্কৃতি এবং ক্রীড়াবিদদের প্রতি তার অবদান নিয়ে আরো অগ্রসর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 


শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) তথ্য নিশ্চিত করে জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর বায়তুলমাল ও প্রচার সম্পাদক - মোঃ আব্দুল গফুর জানান,  এই নতুন দায়িত্বে রেদোয়ানুল ইসলাম দায়িত্বশীলতা, সততা এবং অঙ্গীকারের মাধ্যমে সমাজের উন্নয়নে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ৫.২৭ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ৫.২৭ অপরাহ্ন