চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ শুক্রবার (৭ই ডিসেম্বর ২০২৪) ৩নং ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার এসআই আরিফ হোসেন।
তিনি জানান, চট্টগ্রামের পুলিশ সুপার (এ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) রায়হান উদ্দিন খানের নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিফাতুল মাজদারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মোঃ হারেজ (৩৭) নামীয় একজনকে মাদকসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া হারেজ উত্তর সোনাপাহাড়ের সাতভাইয়ের বাড়ির বাসিন্দা এবং তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জোরারগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ আশিকুল ইসলাম বাদী হয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, "মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।" গ্রেফতারকৃত আসামীকে আইনী প্রক্রিয়ার জন্য চট্টগ্রামের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।