ঢাকা
খ্রিস্টাব্দ

ব্যাটিং নিয়ে খুশি নন তাসকিন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1753408 জন

  • নিউজটি দেখেছেনঃ 1753408 জন
ব্যাটিং নিয়ে খুশি নন তাসকিন
ছবি : সংগৃহীত

এলেন, দেখলেন, চলে গেলেন! সৌরভ ছড়াতে এসে পাপড়ি মেলার সুযোগই পেলেন না মমিনুল হক। বাঁহাতি এই ব্যাটারের বোল্ড হওয়ার ধরন ঠিক আগের বলটিতে আউট হওয়া জাকির হাসানের কার্বন কপি বললে ভুল হবে না। ডানহাতি পেসার আকাশ দীপের রাউন্ড দ্য উইকেট থেকে করা অ্যাঙ্গেল ডেলিভারি পড়তেই পারলেন না জাকির-মমিনুল।


ব্যাট ও প্যাডের ফাঁক গলে দুজনই বোল্ড! তাঁর আগে ইনিংসের প্রথম ওভারে ফেরেন সাদমান ইসলাম।



২২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ৪০ রানে খোয়ায় ৫ উইকেট। এমন বিপর্যয়ের পর আজ শুক্রবার চেন্নাইয়ে আর রাওয়ালপিন্ডির পাণ্ডুলিপি লিখতে পারেননি নিচের দিকের ব্যাটাররা।

দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তাসকিন আহমেদ ওপরের দিকের ব্যাটারদের কাঠগড়ায় তুললেন, ‘নতুন বলে একটু ভালো খেললে এত উইকেট যেত না। মিডল অর্ডারের জন্য নতুন বল চ্যালেঞ্জিং।



’ এতটুকু বলেই থামলেন না এই ডানহাতি পেসার, ‘উইকেটে পেসাররা সহায়তা পাচ্ছিল। কিন্তু এর পরও ব্যাটারদের ভালো করার সুযোগ ছিল। ব্যাটিং নিয়ে আমরা অবশ্যই হতাশ। আরো ভালো করা যেত।


’ পাকিস্তান সফরে এ রকম অভিযোগ শুনতেই হয়নি। তবে এক সিরিজ পরই কাঠগড়ায় আবার সেই পুরনো চরিত্র—ব্যাটাররা।

ব্যাটারদের দৈন্যদশা দ্বিতীয় দিন শেষে পেছনে ঠেলে দিয়েছে বাংলাদেশকে। বোলারদের কল্যাণে ভারতকে প্রথম ইনিংসে ৩৭৬ রানে থামিয়ে দেয় সফরকারীরা। তবে নিজেরা ১৫০ রানের গণ্ডিও টপকাতে পারেনি।



অথচ ম্যাচের প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনের উইকেট ব্যাটিংয়ের জন্য বেশি সহায়ক ছিল বলেই মন্তব্য করলেন তাসকিন, ‘গতকাল (বৃহস্পতিবার) আজকের চেয়ে উইকেটে বেশি সহায়তা ছিল। বোলিং ভালোই করেছি, তবে ব্যাটিং নিয়ে খুবই হতাশ।’

বাংলাদেশ প্রথম ইনিংসে যে ১৪৯ রান তুলেছে, তার মধ্যে ৫৭ রানই এসেছে শেষ ৩ উইকেট জুটিতে। যে তিন পেসারের কাছে ব্যাটিংয়ে খুব বেশি প্রত্যাশা থাকে না, আজ তাঁরা এনে দেন মূল্যবান ৩১ রান। সব মিলিয়ে এই তিনজন খেলেছেন ৫৪টি বল। অথচ দুই ওপেনারসহ আউট হওয়া প্রথম তিন ব্যাটার মিলে খেলেন ২৯ বল। তাসকিন তাই ঘুরেফিরেই দায় চাপালেন শুরুর দিকের ব্যাটারদের কাঁধে, ‘এই কন্ডিশনে প্রথম ১০-১২ ওভারে অনেক চ্যালেঞ্জ থাকে। আমরা বেশি উইকেটও হারিয়ে ফেলেছি, যেটা ব্যাটিংকে কঠিন করে তুলেছে।’


প্রথম ইনিংসেই ২২৭ রানের লিড পাওয়া ভারত চাইলে বাংলাদেশকে ফলোঅন করাতে পারত। কিন্তু সেই পথে হাঁটেনি স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে আরো ৮১ রান যোগ করেছে দলটি। সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে ৩০৮ রানের। আজ তৃতীয় দিনে এই লিড আরো বাড়িয়ে নেবে রোহিত শর্মার দল। ম্যাচের ভাগ্য নিয়ে তাই তাসকিনকে খুব বেশি ভাবতেও হলো না, ‘দেখা যাক কী হয়।’ তবে এক ফাঁকে জানিয়ে রাখলেন যে ভারতের মতো এসজি বলে খেলার অভিজ্ঞতা না থাকাতেই নিজেদের সামর্থ্য মেলে ধরতে পারেননি ব্যাটাররা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ