ঢাকা
খ্রিস্টাব্দ

মীরসরাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1849712 জন

  • নিউজটি দেখেছেনঃ 1849712 জন
মীরসরাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা
ছবি : লাল সবুজ বাংলাদেশ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ


চট্টগ্রামের মীরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সদস্যদের এসওডি'র আলোকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ জুন) মীরসরাই  উপজেলা সম্মেলন কক্ষে  দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী  মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  



কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক, যুগ্ম সচিব নাহিদ সুলতানা মল্লিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলাম,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিনহাজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কে এম সাইদ মাহমুদ, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী, রেড ক্রিসেন্টের কর্মকর্তা রাকিব হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের রেজাউল করিম মাষ্টার, ১৩ নং মায়ানী ইউনিয়নের কবির নিজামী, ১৬ নং সাহেরখালী ইউনিয়নের কামরুল হায়দার চৌধুরী, ফায়ার সার্ভিস এর ঊর্ধ্বতন কর্মকর্তা, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ, সিপিবির সদস্যসহ উপজেলা  সরকারী অফিসের কর্মকর্তারা। 



অতিথিরা দুর্যোগের জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের বিভিন্ন বিষয় তুলে ধরে মৌলিক প্রশিক্ষণে কথা বলেন।

প্রধান অতিথি বলেন, দেশের যে কোন দুর্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় দুর্দশাগ্রস্থ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও জনগনের সাথে থেকে সকল দুর্যোগে এগিয়ে আসবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ