ঢাকা
খ্রিস্টাব্দ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা গাছের সঙ্গে, আহত ২৫ যাত্রী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1897428 জন

  • নিউজটি দেখেছেনঃ 1897428 জন
বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা গাছের সঙ্গে, আহত ২৫ যাত্রী
ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলিতে আজমেরি পরিবহণ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ধানকাটা শ্রমিকসহ প্রায় ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 


এ সময় আহতদের উদ্ধার করে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার এসআই শামীম হোসেন। 


তিনি বলেন, দিনাজপুর থেকে হিলির দিকে ছেড়ে আসা আজমেরি পরিবহণের একটি যাত্রীবাহী বাস ডাঙ্গাপাড়া পুলিশ বক্স এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসে থাকা যাত্রী ও ধানকাটা শ্রমিকসহ ২৫ জন আহত হয়েছেন। 


আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। পুলিশ তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন