ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে এনজিও সংস্থার কর্মকর্তাদের সাথে প্রশাসনের মত বিনিময়

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1787292 জন

  • নিউজটি দেখেছেনঃ 1787292 জন
মিরসরাইয়ে এনজিও সংস্থার কর্মকর্তাদের সাথে প্রশাসনের মত বিনিময়
ছবি- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।

চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রশাসনের সাথে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন এনজিও -সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সাথে মত বিনিময় সভা উপজেলা কনফারেন্স রুমে বুধবার ( ১৪ আগষ্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। এসময় সাম্প্রতিক সময়ে দেশে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এর সভাপতিত্বে ও অপকার নির্বাহী পরিচালক মো: আলমগীর এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর মিরসরাই ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর সহ অধিনায়ক মেজর আল আমিন, পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুব পলাশ -সহ বিভিন্ন এনজিও কর্মকর্তাগন।


মত বিনিময়কালে প্রধান অতিথি লে. কর্ণেল মামুন বলেন দেশের এই ক্রান্তিকালে আমরা শুধুমাত্র সকল পর্যায়ে সুশৃংখলা নিশ্চিত করতেই কাজ করছি। এই দেশে সংখ্যালঘু বা কোন গোত্র বর্ণ পৃথক কোন গোষ্ঠি আমরা দেখতে চাইনা। আমরা চাই আমরা সকলে বাঙালী ও বাংলাদেশী আর এক্ষেত্রে সকলের সমন্বিত সহযোগিতা এই দেশের সকল নাগরিক এর অধিকার এবং স্বাধীনতা সুনিশ্চিত করতে সকলের সহযোগিতাকে আমরা স্বাগত জানাব । তিনি কাউকে কোন প্রকার ভুল ও মিথ্যা তথ্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান ও জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন