ঢাকা
খ্রিস্টাব্দ

ফিলিপাইনের একটি ভবনে আগুন লেগে মৃত ১১

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1800025 জন

  • নিউজটি দেখেছেনঃ 1800025 জন
ফিলিপাইনের একটি ভবনে আগুন লেগে মৃত ১১
ছবি : সংগৃহীত

শুক্রবার ফিলিপাইনের রাজধানী চায়নাটাউন প্রদেশে একটি পাঁচতলা আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে একজন কমিউনিটি কর্মকর্তা জানিয়েছেন। 


দমকল বাহিনী জানিয়েছে, আগুন লাগার প্রায় তিন ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া জায়নি।


ভবনে কতজন লোক আটকা পড়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। 

ফিলিপাইনে গত বছরের আগস্টে একটি আবাসিক এবং গুদাম ভবনে অগ্নিকাণ্ডে ১৬ জন মারা গিয়েছিলেন। এ ছাড়া মে মাসে রাজধানীর ঐতিহাসিক সেন্ট্রাল পোস্ট অফিস ভবনে একটি বড় অগ্নিকাণ্ড ঘটেছিল।


 ২০১৭ সালেও দক্ষিণ দাভাও শহরের একটি শপিং মলে আগুন লেগে ৩৭ জন কল সেন্টার এজেন্ট এবং একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছিলেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন