ঢাকা
খ্রিস্টাব্দ

বিরতি ভেঙে পাওলিও সঙ্গে প্রথমবার শাওন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1831663 জন

  • নিউজটি দেখেছেনঃ 1831663 জন
বিরতি ভেঙে পাওলিও সঙ্গে প্রথমবার শাওন
ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক : 

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। পাশাপাশি অভিনয়ে নিয়মিত হওয়ারও আভাস দিয়েছেন এই অভিনেত্রী। নতুন সিনেমায় যুক্ত হওয়ার পর মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে বলেন, সিনেমার গল্প-চিত্রনাট্য পছন্দ হয়েছে। পরিচালক, টিম, সার্বিক আয়োজন দেখে মনে হয়েছে কাজটি করা যায়। তাই যুক্ত হওয়া। গত শুক্রবার থেকে আমার অংশের শুটিং শুরু হবে।


‘নীল জোছনা’ শিরোনামের এ সিনেমায় শাওন-পাওলি ছাড়াও অভিনয় করছেন বাংলাদেশের তারিক আনাম খান, ইন্তেখাব দিনারের মতো তারকারা। এরইমধ্যে এর প্রথম অংশের শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। এটি পরিচালনা করছেন ফখরুল আরেফীন।


১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নত্রের রাত’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে পা রাখেন মেহের আফরোজ শাওন। এরপর বেশ কিছু একক-ধারাবাহিক নাটক ও চলচিত্রে অভিনয় করেন তিনি। সর্বশেষ হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’  চলচিত্রে দেখা যায় তাকে। এটি ২০০৮ সালে মুক্তি পায়। দীর্ঘ বিরতি নেওয়া প্রসঙ্গে শাওন বলেন, ১৬ বছর পর অভিনয় করতে যাচ্ছি। আসলে দুই বছর ধরেই ভাবছিলাম, ভালো গল্প-আয়োজন পেলে অভিনয়ে ফিরব। তিনি আরও বলেন, ভাবতে ভাবতেই দুই বছর চলে গেল। অবশেষে মাস দুয়েক আগে এই সিনেমায় যুক্ত হয়েছি। আসলে পরিকল্পনা করে কিছু করা হয় না। যদি পছন্দসই কাজ আসে, তাহলে করব।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন