ঢাকা
খ্রিস্টাব্দ

দ্রাবিড়ের স্থলাভিষিক্ত কে হচ্ছেন? জানা যাবে শীঘ্রই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1843849 জন

  • নিউজটি দেখেছেনঃ 1843849 জন
দ্রাবিড়ের স্থলাভিষিক্ত কে হচ্ছেন? জানা যাবে শীঘ্রই
ছবি : সংগৃহীত

আগেই ঘোষণা দিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ভারত দলের কোচের দায়িত্বে থাকবেন না রাহুল দ্রাবিড়। এবার বিশ্বকাপ জিতে দায়িত্ব ছাড়ছেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেবেন নতুন কোচ। অবশ্র এখনো নতুন কোচের নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন কবে থেকে দায়িত্ব নেবেন নতুন কোচ।



বিসিসিআইয়ের কোনো কর্তা এখনো মুখ না খুললেও ভারতীয় দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে গৌতম গম্ভীর এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। পরবর্তী কোচ নিয়ে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির (সিএসি) রিপোর্ট পেয়েছেন কর্তারা। সিএসির সদস্যেরা আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছিলেন।


তাদের সুপারিশ বা পরামর্শকে গুরুত্ব দিয়ে নতুন কোচ নিয়োগ দেয়া হবে। জয় শাহ শুধু জানিয়েছেন, দুই জনের নাম বিবেচনাধীন রয়েছে।



বিশ্বকাপ উপলক্ষে এখন ওয়েস্ট ইন্ডিজ়ে আছেন বিসিসিআই সচিব জয় শাহ। নতুন কোচ নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে জয় শাহ বলেছেন, “নতুন কোচ এবং জাতীয় নির্বাচক নিয়োগের কাজ দ্রুত শেষ করা হবে।
সিএসি আগ্রহীদের সাক্ষাৎকার নিয়ে দু’জনের নাম কোচ হিসাবে সুপারিশ করেছে। মুম্বাই ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব আমরা। আগামী জ়িম্বাবুয়ে সফরে দলের সঙ্গে কোচ হিসাবে যাবেন ভিভিএস লক্ষ্মণ। তার পরের শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন নতুন কোচ।”



বোর্ড সূত্রে খবর, সিএসি গম্ভীর ছাড়াও ডব্লিউভি রমনের নাম সুপারিশ করেছে।
শ্রীলঙ্কায় ৩টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ় শুরু হবে ২৭ জুলাই। সেই সিরিজ় থেকেই ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেবেন নতুন কোচ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ