ঢাকা
খ্রিস্টাব্দ

ভূঞাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | সংবাদদাতা
ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২.০৪ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২.০৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 106841 জন

  • নিউজটি দেখেছেনঃ 106841 জন
ভূঞাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

টাঙ্গাইলের ভূঞাপুরে পরিত্যক্ত পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাদকসেবীদের আস্তানা হিসেবে ব্যবহৃত হওয়ায় বিদ্যালয়টি ভেঙে দিয়েছেন উপজেলা প্রশাসন।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘাটান্দী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়টি একটি বেকুর মাধ্যমে উচ্ছেদ করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।


জানা গেছে, ২০১২ সালে মহৎ উদ্দেশ্য নিয়ে  উপজেলা পরিষদের ঠিক দক্ষিণ পাশে পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়টি যাত্রা শুরু করে। কিন্তু নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও আর্থিক সংকটের কারণে মাত্র কয়েক বছর পরই এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটি অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে।


এদিকে দীর্ঘদিন বন্ধ থাকায় ফাঁকা টিনের ঘরগুলো বর্তমানে অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে সেখানে মাদকসেবীরা একত্র হয়ে নেশায় মেতে উঠে। রাতভর চলে তাদের এমন কার্যক্রম। এতে শুধু এলাকার পরিবেশই নষ্ট হচ্ছে না, সামাজিক অস্থিরতাও বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে চুরির ঘটনাও। এ নিয়ে একাধিক সংবাদ প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপেক্ষিতে প্রশাসন বিদ্যালয়টি সরিয়ে নেওয়ার সময় দেয়। এরপর নির্ধারিত সময়ের পরও ঘরটি সরিয়ে না নিলে অভিযান চালিয়ে পরিত্যক্ত বিদ্যালয়টি ভেঙে দেন প্রশাসন।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানান, বিদ্যালয়টি কোনো কার্যক্রম না থাকায় দীর্ঘদিন ধরে এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। যার ফলে এটি অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছিল। বিদ্যালয় কতৃপক্ষকে নিদিষ্ট সময় দেয়া হলেও তাদের ঘরটি সরিয়ে নেয়নি। এজন্য অভিযান চালিয়ে ঘরটি ভেঙে ফেলা হয়েছে। এখানে এসে জানতে পেরিছি যে, এই মাদকের সাথে জড়িত স্থানীয় কিছু লোকজন আছে, যারা তাদের শক্তি ও আশ্রয়দাতা। আমরা ওই সকল মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদেরকেও  খুঁজেছি। ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | সংবাদদাতা
ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২.০৪ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২.০৪ পূর্বাহ্ন