ঢাকা
খ্রিস্টাব্দ

বাজার বণিক সমিতির আয়োজন:

নাগরপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তোফাজ্জল হোসেন তুহিন | সংবাদদাতা
নাগরপুর (টাঙ্গাইল)
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৪.০৪ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৪.০৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 157430 জন

  • নিউজটি দেখেছেনঃ 157430 জন
নাগরপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন

উৎসব মুখোর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির পক্ষ থেকে ৮টিমের নাগরপুর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ উদ্বোধন হয়েছে। রবিবার বিকালে সরকারি কলেজ মাঠে উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টে নাগরপুর উপজেলার মামুদনগর সবুজ সংঘ বনাম মানিকগঞ্জ জেলার গড়পাড়া ফুটবল একাডেমি অংশ গ্রহন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। 


নাগরপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রথম খেলাটি উদ্বোধন করেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো রফিকুল ইসলাম। 


নাগরপুর প্রেসক্লাবের সভাপতি ও নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নাগরিক প্রজন্ম দলের সভাপতি মো. জুয়েল সরকার। বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো গোলাম মোস্তফা গোলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শিব শংকর সূত্রধর, যুগ্ম সহ সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কোহিনূর, সাংগঠনিক সম্পাদক মো  রফিজ উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  মো.  লিয়াকত হোসেন। উদ্বোধনী ম্যাচে মামুদনগর সবুজ সংঘ ১-০ গোলে মানিকগঞ্জ জেলার গড়পাড়া ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়। খেলাটি উপভোগ করতে পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন উপজেলার হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তোফাজ্জল হোসেন তুহিন | সংবাদদাতা
নাগরপুর (টাঙ্গাইল)
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৪.০৪ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৪.০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ