চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বোয়ালখালী উপজেলার সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা বিএনপি’র সদস্য মোঃ শওকত আলমের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।
প্রজীব বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বিষু কুমার বড়ুয়া, সিনিয়র শিক্ষক বিপ্লব সরকার, সিনিয়র শিক্ষক এস এম মনজুর আলম, সিনিয়র শিক্ষক আরেফা খানম, বিদ্যালয়ের প্রাক্তন সহ-সভাপতি মাহমুদুল হক, বিদ্যালয়ের পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি নুরুল আলম, সিনিয়র শিক্ষক সেলিম মাহমুদ, সিনিয়র শিক্ষক গোলাম ফারুক প্রমুখ।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে।