ঢাকা
খ্রিস্টাব্দ

ডাকসু ও হল সংসদ নির্বাচন

মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২.০৭ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২.০৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 286677 জন

  • নিউজটি দেখেছেনঃ 286677 জন
মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ মনোনয়নপত্র সংগ্রহে এখন পর্যন্ত ডাকসুতে ১২৪ জন ও হল সংসদের ২০০-এর বেশি প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। মনোনয়নপত্র সংগ্রহের আজ শেষ দিন। আজ বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য প্রার্থীরা মনোনয়নপত্র তুলতে পারবেন। এদিকে নির্বাচনী কৌশল হিসেবে ছাত্রসংগঠনগুলো এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেনি। 


আজ শেষ দিনই তারা মনোনয়নপত্র সংগ্রহ করবে।

রবিবার (১৭ আগস্ট) ৬৩ জন ডাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে চারজন, সাধারণ সম্পাদক (জিএস) পদে একজন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে তিনজন, সম্পাদক পদে ২৩ জন ও সদস্য পদে ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর হল সংসদে নির্বাচনের জন্য রবিবার ১২টি হলে ১০৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।



বাকি হলগুলোর খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। রবিবার বিকেল সাড়ে ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

এখন পর্যন্ত ছয় দিনে মোট ১২৪ জন ডাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছেন। তাঁদের মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে দুজন, এজিএস পদে পাঁচজন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন।


এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮ জন। আর হল সংসদের এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই শতাধিক প্রার্থী।

প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের জন্য সকাল থেকে বসে আছি। তারা তাদের সুবিধামতো আসছে। আমরা আশা করছি কালকে সবাই চলে আসবে, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়।


তিনি বলেন, এখন পর্যন্ত সময় বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। আমরা আমাদের পক্ষ থেকে সময় বাড়ানোর কোনো কারণ দেখছি না।

এদিকে গতকাল পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন বাদে আর কোনো ছাত্রসংগঠন ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে তাদের প্যানেল ঘোষণা করেনি এবং মনোনয়নপত্রও তুলতে আসেনি। ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বলছেন, নির্বাচনের কৌশল হিসেবে তারা কেউ এখনো মনোনয়নপত্র তোলেনি। সবাই জানতে চাইছে, অন্য ছাত্রসংগঠনগুলোর কে কোন পদে মনোনয়নপত্র তুলেছে। সেই অনুযায়ী অন্যরা প্রার্থী ঠিক করে মনোনয়নপত্র সংগ্রহ করবে।


ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘আমাদের প্যানেল গঠন নিয়ে এখনো কাজ চলমান। আশা করি আজকের মধ্যে (রবিবার) কাজ সম্পন্ন হবে। সোমবার সকালে আমরা মনোনয়নপত্র তুলতে যাব।’


ঢাবি শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, ‘আমাদের প্যানেলে শিবিরের বাইরেও অনেকেই থাকছেন। সবকিছু ঠিকঠাক করার জন্য এখনো আলোচনা চলমান। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করব।’


ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘অনেকটা চমক রাখার জন্যই শেষ দিনে এসে মনোনয়নপত্র তোলা হবে। পাশাপাশি প্যানেল প্রস্তুত করার বিষয়টিও রয়েছে। আজকের (রবিবার) মধ্যে আমাদের প্যানেল চূড়ান্ত হবে। অন্তত শীর্ষ তিনটি পদে কারা থাকবেন সেটি জানা যাবে।’ 


নতুন ভোটকেন্দ্র যুক্ত : নতুন দুটি কেন্দ্র যুক্ত হওয়ায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা এখন আটটি। ভোটারদের সুবিধার কথা বিবেচনা করে ঢাবি কর্তৃপক্ষ এই দুটি নতুন ভোটকেন্দ্র যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ কেন্দ্র নামে এই দুটি নতুন ভোটকেন্দ্র যথাক্রমে কবি সুফিয়া কামাল হল এবং শামসুন নাহার হলে যুক্ত হয়েছে। বর্তমানে ডাকসু ও হল সংসদ নির্বাচনের অন্য ভোটকেন্দ্রগুলো হলো :


কার্জন হল : ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক মুসলিম হলের জন্য। শারীরিক শিক্ষা : জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের জন্য। টিএসসি : রোকেয়া হলের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব : বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের জন্য। সিনেট ভবন : স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল এবং বিজয় একাত্তর হলের জন্য। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ : সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল এবং শেখ মুজিবুর রহমান হলের জন্য।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২.০৭ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২.০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ