ঢাকা
খ্রিস্টাব্দ

র‌্যাব-৭

চট্টগ্রামে পৃথক ৪ অভিযানে হত্যা, ধর্ষণ ও মাদক মামলার ৪ পলাতক আসামী গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ৪.৩৯ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ৪.৪৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 334574 জন

  • নিউজটি দেখেছেনঃ 334574 জন
চট্টগ্রামে পৃথক ৪ অভিযানে হত্যা, ধর্ষণ ও মাদক মামলার ৪ পলাতক আসামী গ্রেফতার
-র‌্যাবের অভিযানে হত্যা, ধর্ষণ, দস্যুতা ও মাদক মামলায় গ্রেফতার হওয়া আসামীদের ছবি।


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭, চট্টগ্রাম বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক চারটি পৃথক অভিযান পরিচালনা করে হত্যা, ধর্ষণ, দস্যুতা ও মাদক মামলার গুরুত্বপূর্ণ চারজন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।


গ্রেফতারকৃত আসামীরা হলেন—


লাকসাম রেলওয়ে থানার দস্যুতা মামলার এজাহারনামীয় আসামী মোঃ জুয়েল শেখ, খুলনা মহানগরীর দৌলতপুর থানার মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী কমল চন্দ্র দাস, ফেনী সদর থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ শাহাদাত হোসেন এবং দাগনভুইয়া থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জামাল উদ্দিন খান মূসা।



অপারেশন ১: মোঃ জুয়েল শেখ গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে যে, কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় দস্যুতা মামলার এজাহারনামীয় আসামী মোঃ জুয়েল শেখ ফেনী সদর থানাধীন ব্রহ্মণপুকুর পাড় এলাকায় আত্মগোপন করে আছে। অভিযান চালিয়ে তাকে দুপুর ১টা ৪৫ মিনিটে গ্রেফতার করা হয়। সিডিএমএস বিশ্লেষণে জানা যায়, তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরির অভিযোগে ফেনী ও কুমিল্লা জেলায় মোট ২০টি মামলা রয়েছে।


অপারেশন ২: সাজাপ্রাপ্ত আসামী কমল চন্দ্র দাস গ্রেফতার

খুলনার দৌলতপুর থানার মাদক মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কমল চন্দ্র দাসকে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকা থেকে দুপুর ৩টা ৩০ মিনিটে র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।


অপারেশন ৩: ধর্ষণ মামলার আসামী শাহাদাত হোসেন গ্রেফতার

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ফেনী সদর থানার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ শাহাদাত হোসেন কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন কন্দিরপাড় এলাকায় অবস্থান করছিলেন। যৌথ অভিযানে র‌্যাব-৭ ও র‌্যাব-১১ দল তাকে বিকেল ৩টা ৩০ মিনিটে গ্রেফতার করে।


অপারেশন ৪: ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামী জামাল উদ্দিন গ্রেফতার

দাগনভুইয়া থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জামাল উদ্দিন খান মূসা, যিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন, তাকে ফেনীর শ্রীপুর এলাকা থেকে বিকেল ৫টা ৩০ মিনিটে গ্রেফতার করা হয়।


র‌্যাব জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব-৭, চট্টগ্রাম দেশের বিভিন্ন স্থানে অপরাধ দমনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ৪.৩৯ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ৪.৪৯ অপরাহ্ন