ঢাকা
খ্রিস্টাব্দ

দ্য ডনসহ ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ হলো

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২.৫২ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২.৫২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 773748 জন

  • নিউজটি দেখেছেনঃ 773748 জন
দ্য ডনসহ ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ হলো

ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তার সম্পর্কের বৈরিতা এখন তুঙ্গে। এবার  ‘উস্কানি’ ও ‘সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর বিষয়বস্তু’ ছড়ানোর অভিযোগ তুলে দ্য ডন, জিও নিউজসহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বিবিসিকেও সতর্ক করেছে নয়া দিল্লি।


ভারতের সরকারি সূত্রগুলোর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে, যেগুলোর গ্রাহক ছয় কোটি ৩০ লাখ। নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে রয়েছে- দেশটির সংবাদমাধ্যম দ্য ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ ও সুনো নিউজের ইউটিউব চ্যানেল।


সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা ও মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে—দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট ও রাজি নামা। ভারত সরকার নিষিদ্ধ করার পর দেশটি থেকে এই চ্যানেলগুলোতে ঢোকার চেষ্টা করলে একটি বার্তা দেখাচ্ছে, ‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত সরকারের একটি আদেশের কারণে এই কনটেন্ট বর্তমানে এই দেশে পাওয়া যাচ্ছে না। সরকারি অপসারণের অনুরোধ সম্পর্কে আরও জানতে অনুগ্রহ করে গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন।’


পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করার পাশাপাশি ভারত সরকার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকেও একটি শিরোনামের জন্য সতর্ক করেছে। এই শিরোনামে লেখা ছিল, ‘পর্যটকদের ওপর প্রাণঘাতী কাশ্মীর হামলার পর পাকিস্তান ভারতীয়দের জন্য ভিসা স্থগিত করেছে।’


সূত্র অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি ডিপার্টমেন্ট বিবিসি ইন্ডিয়ার প্রধান জ্যাকি মার্টিনকে তাদের রিপোর্টিং সম্পর্কে ভারতের ‘শক্ত মনোভাব” জানিয়েছে। সন্ত্রাসীদের জঙ্গি হিসেবে উল্লেখ করার বিষয়ে বিবিসিকে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। সূত্র জানায়, সরকার বিবিসির রিপোর্টিংয়ের ওপর নজর রাখবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২.৫২ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২.৫২ পূর্বাহ্ন