ঢাকা
খ্রিস্টাব্দ

ভাজরা গ্রামে প্রবাসীর অবদানে বিভ্রান্তি, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
কুমিল্লা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ৪.২৪ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ৪.২৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 800238 জন

  • নিউজটি দেখেছেনঃ 800238 জন
ভাজরা গ্রামে প্রবাসীর অবদানে বিভ্রান্তি, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামে একটি রাস্তা ও ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক ও মূলধারার কিছু গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী হাজী মন্টু মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে ভাজরা টু বাহেরচর সংযোগ সড়ক থেকে নিজ বাড়ি পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার দৈর্ঘ্যের একটি মাটির রাস্তা ব্যক্তিগত উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে নির্মাণ করেন প্রবাসী হাজী মন্টু মিয়া। চলতি বছর ওই সড়কসংলগ্ন খালের ওপর একটি ব্রিজ নির্মাণের কাজও শুরু করেন তিনি, যা বর্তমানে চলমান রয়েছে।

তবে সম্প্রতি স্থানীয় এক ব্লগারের একটি ভিডিও ব্লগে এই উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হলে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। কিছু গণমাধ্যমে মন্টু মিয়াকে সরকারি প্রকল্পের কৃতিত্ব নেওয়ার অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করা হয়, যা এলাকায় বিভ্রান্তি ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে স্থানীয় বাসিন্দারা এই অভিযোগ নাকচ করেছেন। সরেজমিনে দেখা যায়, স্থানীয় নারী-পুরুষরা প্রবাসী মন্টু মিয়ার অবদানকে অকুণ্ঠভাবে স্বীকৃতি দিয়েছেন। তারা জানান, মাটির রাস্তা ও ব্রিজের নির্মাণে কোনো ধরনের সরকারি অর্থ ব্যবহার হয়নি। দীর্ঘদিন ধরেই হাজী মন্টু মিয়া এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

এ বিষয়ে প্রবাস থেকে পাঠানো এক ভিডিও বার্তায় হাজী মন্টু মিয়া বলেন, “আমি নিজ খরচে রাস্তা ও ব্রিজ নির্মাণ করেছি, কোনো ধরনের রাজনৈতিক লাভ বা সরকারি প্রকল্পের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করিনি। যারা উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য ছড়াচ্ছেন, আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। দেশের গণমাধ্যমকে সত্য ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের অনুরোধ জানাচ্ছি।”

স্থানীয় ব্লগারও জানান, তার ভিডিওতে সরকারি পাকা সড়কের অগ্রগতি দেখানো হলেও প্রবাসীর উদ্যোগে নির্মিত মাটির রাস্তা ও ব্রিজের বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সরকারি প্রকল্পের কৃতিত্ব প্রবাসীর নামে তুলে ধরার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি বলে দাবি তার।

এদিকে দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল সরকার গণমাধ্যমকে বলেন, “ভাজরা মাদ্রাসা সংলগ্ন খালের ওপর নির্মাণাধীন ব্রিজে কোনো ধরনের সরকারি অর্থায়ন নেই। এটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হচ্ছে।”

ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়রা সঠিক তথ্য উদঘাটনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এএসএস

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
কুমিল্লা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ৪.২৪ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ৪.২৪ অপরাহ্ন