ঢাকা
খ্রিস্টাব্দ

সংবাদ সম্মেলন নারী ইউপি সদস্যের অভিযোগ

মিরসরাইয়ে মারধরের অভিযোগে প্রতিবেশী শিক্ষা ক্যাডারের বিরুদ্ধে আদালতে মামলা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা, চট্টগ্রাম
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫.০৮ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫.১৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 866850 জন

  • নিউজটি দেখেছেনঃ 866850 জন
মিরসরাইয়ে মারধরের অভিযোগে প্রতিবেশী শিক্ষা ক্যাডারের বিরুদ্ধে আদালতে মামলা
-ছবি, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ভুক্তভোগী শামীমা আক্তার সাথি।

চট্টগ্রামের মিরসরাইয়ে এক বিসিএস শিক্ষা ক্যাডারের বিরুদ্ধে নারী ইউপি সদস্য ও তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী দম্পতির উপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন অভিযুক্ত শিক্ষক সালাউদ্দিন সোহেল (৪০)। তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেও সাড়া না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী শামীমা আক্তার সাথি।


তবে ভুক্তভোগী এবং অভিযুক্ত উভয়েই পরস্পরের প্রতিবেশী বলে জানা গেছে।


শনিবার (১৯ এপ্রিল) মিরসরাইয়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামীমা জানান, অভিযুক্ত সোহেল একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমানে একজন বিসিএস শিক্ষা ক্যাডার। আওয়ামী রাজনীতির ছত্রছায়ায় থেকে তিনি দীর্ঘ ১৭ বছর ধরে তাদের উপর নানা নির্যাতন চালিয়ে আসছেন। সম্প্রতি রাস্তা বন্ধ করা নিয়ে বিরোধের জেরে সোহেল ও তার মা মনোয়ারা বেগম ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান শামীমা ও তার স্বামী ব্যবসায়ী আবু আহম্মদের উপর। এতে তারা গুরুতর আহত হন এবং চিকিৎসা গ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।


মামলার বিষয়ে মিরসরাই থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ শামীমার। তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি বিসিএস ক্যাডার হওয়ায় থানার পুলিশ তার প্রভাবের কাছে নতি স্বীকার করেছে। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।


অন্যদিকে, অভিযুক্ত সালাউদ্দিন সোহেল অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকর্মীদের বলেন, “এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বরং তারা নিজেরাই আমার উপর হামলা করেছে, আমি নিরপরাধ।”


এদিকে, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা, চট্টগ্রাম
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫.০৮ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫.১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ