ঢাকা
খ্রিস্টাব্দ

টাঙ্গাইলের ভূঞাপুর

মুক্তিযুদ্ধকালীন সময়ের ১১টি মর্টার শেল উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | সংবাদদাতা
টাঙ্গাইল
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১.৩০ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১.৪৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 571402 জন

  • নিউজটি দেখেছেনঃ 571402 জন
মুক্তিযুদ্ধকালীন সময়ের ১১টি মর্টার শেল উদ্ধার
- ছবি সংবাদদাতা প্রেরিত।


টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধকালীন সময়ের সামরিক অস্ত্র ১১ টি বিস্ফোরিত মর্টার শেল পাওয়া গেছে। বুধবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়ার যমুনা নদীর পাড় থেকে পরিত্যক্ত এই মর্টার শেলগুলো উদ্ধার করা হয়।




ধারণা করা হচ্ছে, মর্টার শেলগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের সামরিক অস্ত্র। মরিচা ধরা অবস্থায় মর্টার শেলগুলো একত্রে পড়ে ছিল। কিছু শেলের গায়ে জং ধরে গেছে। আবার কিছু শেলের ভেতরের অংশ ফাঁপা হয়ে আছে।




স্থানীয়রা জানান, শাহাদত নামে এক ব্যক্তি যমুনা নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে প্রথমে মর্টার শেলগুলো দেখতে পান। হঠাৎ এসব বস্তু দেখতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এরপর আশপাশের লোকজনকে বিষয়টি জানালে মর্টার শেলগুলো এক নজর দেখতে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেল গুলো উদ্ধার করে।




পাটিতাপাড়া এলাকার রুবেল সরকার, মনির মণ্ডল ও রফিকুল ইসলামসহ আরও অনেকে জানান, তাদের পূর্বপুরুষদের মুখে শুনেছেন এই এলাকায় একটি পাকিস্তানি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল। সেই স্মৃতিই আজ যেন আবার ফিরে এসেছে এই মর্টার শেল উদ্ধারের মাধ্যমে।




নিকরাইল ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে এসে আমি মর্টার শেলগুলো নিজ চোখে দেখে তাৎক্ষণিক ভূঞাপুর থানায় খবর দেই। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করেছে।




এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিস ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মর্টারশেলগুলো উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে, মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের। এর ভিতরে কোনো বিস্ফোরক নেই।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | সংবাদদাতা
টাঙ্গাইল
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১.৩০ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১.৪৭ অপরাহ্ন