ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে বাস এবং ঈজি বাইকের সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শুক্রবার, ২৩ মে ২০২৫, ৩.২০ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৩ মে ২০২৫, ৩.২০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 640098 জন

  • নিউজটি দেখেছেনঃ 640098 জন
শিবচরে বাস এবং ঈজি বাইকের সংঘর্ষে  একই পরিবারের ৫ জন আহত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

শিবচরের আঞ্চলিক সড়কের খানকান্দি নামক স্থানে  ঢাকাগামী বাসের সাথে যাত্রীবাহী একটি ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত হয়। 


শুক্রবার(২৩মে-২০২৫) সকাল ১০ টার দিকে শিবচর আঞ্চলিক সড়কের খানকান্দি নামক স্থানে  ঢাকাগামী একটি বাস ও যাত্রীবাহী ইজি বাইকের সাথে এ দূর্ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়,মাদারীপুর থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রীবাহী বাসের সাথে পাশ দিয়ে যাওয়া যাত্রীবাহী ইজি বাইকের সাথে খানকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাসটি সজোরে ইজি বাইকটিকে ধাক্কা দিলে তখন এ দুর্ঘটনা ঘটে। 


একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসটি দ্রুত গতিতে আসছিল। অপরদিকে ইজিবাইকটি রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে যাচ্ছিল। হঠাৎ করে বাসটির সাথে ইজি বাইকটির ধাক্কা লাগার ফলে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়।যাত্রীরা সব ছিটকে পড়ে যায়। লোকজন এসে তাদেরকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যায়। 


পরে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকা রেফার করেন। 


স্থানীয়দের বরাত দিয়ে শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) নজরুল বলেন,যাত্রীরা ভাড়া ইজিবাইকটি নিয়ে  শিবচর বেড়াতে যাচ্ছিল। 


তিনি আরও বলেন,খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দূর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া নেয়া হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শুক্রবার, ২৩ মে ২০২৫, ৩.২০ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৩ মে ২০২৫, ৩.২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ