ঢাকা
খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা

জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মুন্সিগঞ্জ
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৮.৩৩ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৮.৩৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1021407 জন

  • নিউজটি দেখেছেনঃ 1021407 জন
জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
অনুষ্ঠান মঞ্চে আগত অতিথিবৃন্দের -ছবি।

জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫। শনিবার ( ২২ ফেব্রুয়ারি)দিনব্যাপী এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর 'ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট', সারওয়াত রেজা। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ও জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলমগীর কবীর, ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার, স্কুলের পরিচালক জনাব মোহাম্মদ আলমাস শিমুল, জনাব মোঃ আব্দুল আহাদ ও জনাব সোলাইমান কবীর।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে, যার মধ্যে দৌড়, মেমোরি টেস্ট, অঙ্ক দৌড়, ককফাইট, ঝুড়িতে বল নিক্ষেপ, ‘যেমন খুশি তেমন সাজ’ ইত্যাদি উল্লেখযোগ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের উদ্দীপনা আরও বাড়িয়ে তোলে।

এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫, যেখানে ছোট সোনা, নৃত্য, গান, কবিতা আবৃত্তি, যাদু প্রদর্শনী ও ফ্যাশন শোতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনাই উপস্থিত সকলের হৃদয় জয় করে নেয়।

প্রধান অতিথি সারওয়াত রেজা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং পড়াশোনার পাশাপাশি আরো সক্রিয়ভাবে শিক্ষাকর্মক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর কবীর বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য ও উৎসাহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল খান্দকার ফারহাদ হোসেন (অব.) উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অতিথি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে জিপিএইচ ইস্পাত লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন তালুকদার জানান, সার্বিকভাবে- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ শিক্ষার্থীদের জন্য এক আনন্দময় ও স্মরণীয় দিন হয়ে থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মুন্সিগঞ্জ
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৮.৩৩ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৮.৩৩ অপরাহ্ন