ঢাকা
খ্রিস্টাব্দ

তদন্তে পাইলটের রাতচশমা না পরার প্রশ্ন

ওয়াশিংটনে বিমান দুর্ঘটনা: ব্ল্যাকবক্স থেকে নতুন তথ্য

দুর্ঘটনার এক সেকেন্ড আগে পাইলট একটি সংকেত পেয়েছিলেন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক রিপোর্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৫৫ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৫৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1058394 জন

  • নিউজটি দেখেছেনঃ 1058394 জন
ওয়াশিংটনে বিমান দুর্ঘটনা: ব্ল্যাকবক্স থেকে নতুন তথ্য
দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স ওয়াশিংটনের পটোম্যাক নদী থেকে উদ্ধার করা হয়েছে । ছবি: পিটিআই/আনন্দবাজার অনলাইন।।

ওয়াশিংটনে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার তদন্তে একাধিক নতুন প্রশ্ন উঠে এসেছে। ব্ল্যাকবক্সের বিশ্লেষণে দেখা গেছে যে, সেনাবাহিনীর হেলিকপ্টারটি যখন দুর্ঘটনায় পড়েছিল, তখন পাইলট কী রাতচশমা পরেছিলেন? এই বিষয়টি নিয়ে তদন্তকারীরা নিশ্চিত নন। এক্ষেত্রে, রাতচশমা না পরার কারণে কি হেলিকপ্টারটি নির্ধারিত উচ্চতার চেয়ে বেশি উঁচুতে উঠেছিল? ব্ল্যাকবক্স থেকে পাওয়া শেষ মুহূর্তের কথা এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ চলছে, তবে এখনও দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।


ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)-র সদস্য টড ইনম্যান জানান, হেলিকপ্টারটি সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমের অংশ ছিল এবং পাইলটের রাতচশমা পরা বাধ্যতামূলক ছিল। তবে, তদন্তকারীরা এখনও নিশ্চিত হতে পারেননি, পাইলট রাতচশমা পরেছিলেন কিনা। এজন্য আরও গভীর তদন্ত প্রয়োজন। ইনম্যান বলেন, "দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে আমরা বিস্তারিত জানাবো।"


এনটিএসবি আরও জানায়, দুর্ঘটনার সময় বিমানের উচ্চতা ছিল ৩২৫ ফুট, অপরদিকে হেলিকপ্টারের উচ্চতা নির্ধারিত সীমা ২০০ ফুটের চেয়ে বেশি। ব্ল্যাকবক্স এবং ডেটা রেকর্ডারের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। এটি নিশ্চিত করেছে যে, হেলিকপ্টারটি তার রুটের সর্বোচ্চ সীমা পেরিয়ে যাচ্ছিল।


অপরদিকে, দুর্ঘটনার সময় রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে কর্মী সংখ্যা কম ছিল। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে দু'জন কর্মী দায়িত্বে থাকেন, কিন্তু ঘটনার সময় একজন কর্মী ছিলেন। তবে, ঘটনাটির দুই মিনিট আগে বিমান ও হেলিকপ্টারের অবস্থান নিয়ে কপ্টারটিকে সতর্ক করা হয়েছিল।


ব্ল্যাকবক্স থেকে আরও জানা গেছে, দুর্ঘটনার এক সেকেন্ড আগে পাইলট একটি সংকেত পেয়েছিলেন এবং বিমানের মুখ উপরের দিকে তোলা হয়েছিল। এরপরই প্রচণ্ড সংঘর্ষের শব্দ শোনা যায়।


এ ঘটনায় সেনাবাহিনীর হেলিকপ্টারে ৩ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে স্টাফ সার্জেন্ট রিয়ান অস্টিন ও'হারা (২৮) এবং চিফ ওয়ারেন্ট অফিসার অ্যান্ড্রু লয়েজ ইভ্‌স (৩৯) নিহত হয়েছেন। আমেরিকান সেনা শনিবার পাইলট ক্যাপ্টেন রেবেকা লোবাকের নামও প্রকাশ করেছে। বিমানটির ৬৭ জন যাত্রী ছিলেন, সবাই নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ পর্যন্ত ৪২টি দেহ উদ্ধার করা হয়েছে এবং অনেক পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের শনাক্ত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক রিপোর্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৫৫ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৫৬ অপরাহ্ন