ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইঃ ‘নাস্তা করে ঘরে ফিরেনি’ মা-বাবা হারা রিমা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই।।
নিউজটি দেখেছেনঃ 1473272 জন
  • নিউজটি দেখেছেনঃ 1473272 জন
মিরসরাইঃ ‘নাস্তা করে ঘরে ফিরেনি’ মা-বাবা হারা রিমা
ছবি- রিমা আক্তার

মিরসরাইয়ে রিমা আক্তার (১১) নামের এক মেয়ে নিখোঁজ রয়েছে। সোমবার (১৮ নভেম্বর) উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে নিখোঁজ হয় সে। সকালে নাস্তা করে আর ঘরে ফিরেনি, এখনো নিখোঁজ রিমা!

রিমা আক্তারের খালা বিবি জোহরা জানান, সকালে সবাই এক সাথে নাস্তা করি। এরপর রিমা বাহির হলে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি। কান্না জড়িত কন্ঠে বিবি জোহরা বলেন, ‘আমার বোনের সন্তান এতিম। মা-বাবা মারা গেছে। অনেক কষ্ট করে বড় হচ্ছে। কিছুদিন আগে আমাদের ঘর (আশ্রয়ন প্রকল্প) এলাকায় বেড়াতে আসে। আজ সকালে নাস্তার জন্য দোকানে যায়। নাস্তা খেয়ে আবার বাহির হয়। তখন থেকে নিখোঁজ রয়েছে রিমা।’

এবিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জানান, নিখোঁজের বিষয়ে পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই।।

আপডেট :