র্যাব-৭, চট্টগ্রাম মাদক বিরোধী অভিযানে ৪৯৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আসামির নাম মোঃ রুবেল হোসেন (২৪), পিতা-হাবিবুল্লাহ, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের দিকে মাদক পরিবহনের জন্য আসা একটি প্রাইভেট কার সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হলে, ফেনী জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। চেকপোস্টে গাড়িটি থামানোর সংকেত দিলে, কয়েকজন ব্যক্তি কৌশলে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। তবে র্যাব সদস্যরা তাদের মধ্যে থেকে রুবেল হোসেনকে আটক করতে সক্ষম হন।
তল্লাশির সময় প্রাইভেট কারের পিছনের ব্যাকডালায় দুটি চটের বস্তায় বিশেষ কৌশলে লুকানো ৪৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত মাদক কারবারি জানায়, তারা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল।
র্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এবং সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।