ঢাকা
খ্রিস্টাব্দ

ওসি’র মানবতায় পণ্যবাহী ট্রাকের মালামাল রক্ষা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ রিপোর্ট ।।
নিউজটি দেখেছেনঃ 1605071 জন
  • নিউজটি দেখেছেনঃ 1605071 জন
ওসি’র মানবতায় পণ্যবাহী ট্রাকের মালামাল রক্ষা
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার ট্রাক ড্রাইভারকে পাওয়া পণ্যসহ কাটুন বুঝিয়ে দেয়ার -ছবি।


ঘড়ির কাটায় রাত ২টা বেজে ৩৬ মিনিট। শনিবার দিবাগত রাতের কথা, বলছি জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদারের কথা। ডিউটিরত অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক থেকে কিছু একটা পড়ে গেল। ট্রাকটি চলন্ত অবস্থায় আছে এবং দ্রুত গতিতে চলছে। নিজ গাড়ি থামিয়ে কার্টুনটি চেক করে দেখে কিছু  গার্মেন্টস সাম্রগ্রী, ফেটে পড়েছে কার্টুনটি। মনস্থির করলো ট্রাকটিকে খুঁজে ড্রাইভারকে কার্টুনসহ পন্যগুলো বুঝিয়ে দিতে হবে; নিজ গাড়ির ড্রাইভারকে বলল, দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ট্রাকটি পাওয়া যায় কিনা?

কার্টুনটি না পেলে হয়তো তার (ট্রাক ড্রাইভারের) ক্ষতি হতে পারে অথবা এভাবে অন্য কার্টুনগুলোও পড়ে যেতে পারে। এই ট্রাককে অতিক্রম করতে গিয়ে থানা এলাকার শেষ সীমানায় গিয়ে থামাল ট্রাকটি! ড্রাইভারকে বিষয়টি জানালো- ড্রাইভার দেখে তার বাকী কাটুনগুলোও পড়ে যাওয়ার উপক্রম, অল্পের জন্য রক্ষা!! ওসি সিফাতুল মাজদার ট্রাক ড্রাইভারের নিকট তুলে দিল গার্মেন্টস সামগ্রী ভর্তি কার্টুনটি। কৃতজ্ঞতা জানালো জনৈক ট্রাক ড্রাইভার। হাজার পুলিশের ভিড়ে অফিসার ইনচার্জ সিফাতুল মাজদারের মহানুভব আচরনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই ছুটলো গন্তব্যের দিকে। তিনি (সিফাতুল মাজদার) পূন:রায় ফিরলেন নিজ কর্মে  টহলরত থানা এলাকায় জনগনের অতন্দ্র প্রহরী হয়ে।



প্রতিটা ভালো কাজই একটি গল্পে রূপ নেয়। প্রত্যেক গল্পই পরবর্তীতে এক একটি উপাখ্যানে রূপ নেয়। তবে ভালো কাজের আনন্দ, উপভোগের মতই। একজনের ভালো কাজের প্রতিফলনে হাজার জন ভালো কাজে মনোনিবেশ করতে পারে। তাই ‘দৈনিক লাল সবুজ বাংলাদেশ’র অনলাইন ভার্সনে তুলে ধরা হল এই অনুপ্রেরণার উপাখ্যানটি...।



এ নিয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ  এটিএম সিফাতুল মাজদার সাংবাদিকদের উদ্দেশ্যে এক সামাজিক বার্তায় প্রকাশ করলেন, “একটি নির্মল হাসির অভিজ্ঞতা,,,, চট্রগ্রাম বন্দর  থেকে গার্মেন্টস এর মালামাল নিয়ে একটি ট্রাক যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে ,,, বড়তাকিয়া এলাকায় পিছনের কারে থাকায় লক্ষ্য করলাম যে, ট্রাক থেকে একটি কার্টুন রাস্তার নিচে পড়ে গেল । যা ট্রাক ড্রাইভার বুঝতে না পেরে দ্রুতগতিতে ট্রাকটি চালিয়ে যাচ্ছিল ঢাকার দিকে,,রাস্তা থেকে গার্মেন্টস সরঞ্জামের মূলবান কার্টুনটি আমার বহনকারী কারে তুলে রওনা দিয়ে বারইয়ারহাট বাজার এলাকায় ট্রাক টি সিগন্যাল দিয়ে দাড় করিয়ে কার্টুন টি ফেরত দেয়ার সময় ড্রাইভার এর কৃতজ্ঞতার হাসিটা নির্ভেজাল ছিল সেই সাথে মালামাল বাধার প্লাস্টিক ছিঁড়ে মূল্যবান মালামালের কার্টুন রাস্তায় পড়ে যাওয়া থেকে রক্ষা করার বিষয়টি আসলেই অনেক আনন্দের ছিল,,,জাতির বিবেক ভাইদের সাথে একটু শেয়ার করলাম।”


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ রিপোর্ট ।।

আপডেট :