ঢাকা
খ্রিস্টাব্দ

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় যুব দিবস উদযাপিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা ।।
নিউজটি দেখেছেনঃ 1608783 জন
  • নিউজটি দেখেছেনঃ 1608783 জন
গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় যুব দিবস উদযাপিত
ছবি- প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ।


‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস-২০২৪। বাংলাদেশের যত ইতিবাচক অর্জন, বিজয় ও সংস্কার, আন্দোলন, সংগ্রাম ও সাফল্যের জয়যাত্রা-নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, তরুণ ও যুবরা। দেশের অগ্রযাত্রায় সবচেয়ে বড় চালিকাশক্তি - যুব জনগোষ্ঠী। বিভিন্ন সময়ে প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে সবার আগে সাহস নিয়ে ঝাপিয়ে পড়া যুবরা সামনের দিনেও দেশের প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন। 


প্রতিবছর ‘১ নভেম্বর’ জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা যুব উন্নয়ন অফিস কর্তৃক বর্ণাঢ্য যুব র‍্যালির আয়োজন করে।



অনুষ্ঠান উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কাওছার হাবীব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াহাব। উপস্থিত ছিলেন আমার ঠিকানা বাংলাদেশ সংস্থার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোঃ মাসুম পারভেজ, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার এ.কে.এম শফিকুদ্দৌলা, মোছাঃ মোশরেফা খাতুন, অফিস সহায়ক আমিনুল ইসলাম সহ সাদুল্লাপুর উপজেলার উদ্যেক্তাগণ। র‍্যালিটি সাদুল্লাপুর উপজেলার ইউএনও অফিসের সামনে থেকে গোল চত্বর প্রদক্ষিণ করে আবার ইউএনও অফিসের সামনে এসে শেষ হয়। 


র‍্যালি শেষে আলোচনা সভা ও গবাদিপশু গাভী পালন প্রশিক্ষণার্থীদের ৩০ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা ।।

আপডেট :