ঢাকা
খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে কিশোরের গলাকাটা মরদেহ উদ্বারের দুই মাসেও আটক হয়নি আসামী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা ।।
নিউজটি দেখেছেনঃ 1638328 জন
  • নিউজটি দেখেছেনঃ 1638328 জন
চাঁপাইনবাবগঞ্জে কিশোরের গলাকাটা মরদেহ উদ্বারের দুই মাসেও আটক হয়নি আসামী
ছবি- কিশোর আব্দুল করিম হত্যাকান্ডে সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫ বছর বয়সী নবম শ্রেণী পড়ুয়া এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্বারের দুই মাস পেরিয়ে গেলেও একজন আসামীও আটক হয়নি। এর প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ আগষ্ট সন্ধ্যা থেকে নিখোঁজের পরদিন সকালে পাশের গ্রাম আদিনা কলেজের পাশে ফুটকোর মাঠ এলাকায় ফসলী জমিতে রক্তাক্ত মরদেহ উদ্বার করা হয় কিশোর আব্দুল করিমের। তার গলা কাটা ছাড়াও শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনার দুই মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। 


নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রজিত টাকা দাবি করলে নিহত কিশোর আব্দুল করিমের বাবা পানের দোকানদার আব্দুল সাত্তার তা দিতে না পারায় আসামী ধরছে না পুলিশ। মানববন্ধনে নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানান বক্তারা। 


শিবগঞ্জ থানার এসআই ইন্দ্রজিত ভুক্তভোগী পরিবারের নিকট টাকা দাবির অভিযোগ অস্বীকার করে জানান, ক্লুলেস মার্ডার হওয়ায় দেরি হচ্ছে। তবে তদন্তকাজ চলমান রয়েছে, শীগ্রই হত্যাকারী আসামীদের আটক করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা ।।

আপডেট :