১৯ বছর পর জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার (১৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে মহানগর উত্তরের রুকনরা গোপন ভোটের মাধ্যমে নতুন আমির নির্বাচন করবেন। এখানে কোনো প্রার্থী থাকবে না; রুকনরা তাদের পছন্দের নেতার নাম লিখে নির্দিষ্ট বাক্সে ফেলবেন। ১০ হাজারের বেশি রুকন এতে অংশগ্রহণ করবেন।
এটি ২০০৫ সালের পর প্রথম বড় পরিসরের সম্মেলন, যা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং সভাপতিত্ব করবেন মোহাম্মদ সেলিম উদ্দিন।