ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাই✏ দখলমুক্ত করে বনভূমিতে বৃক্ষ রোপণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই ।। দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1714346 জন

  • নিউজটি দেখেছেনঃ 1714346 জন
মিরসরাই✏ দখলমুক্ত করে বনভূমিতে বৃক্ষ রোপণ
ছবি- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।


চট্টগ্রামের মিরসরাই এ উচ্ছেদ অভিযান চালিয়ে ১.৫ একর সরকারী রিজার্ভ বনভূমি দখলমুক্ত করে নিজেদের আয়ত্বে নিয়েছে বনবিভাগ।মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম উত্তর বনবিভাগ অধিক্ষেত্রাধীন মিরসরাই রেঞ্জের হিংগুলী বন বিটের সীতাকুন্ড-রামগড় রিজার্ভ ফরেস্ট মৌজার হিংগুলী পাড়া সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে এই জায়গা দখলমুক্ত করা হয়েছে। জায়গাটির চারপাশে কাটা তার, বাঁশের বেড়া,  খুঁটি এবং টিনের ছাউনী দিয়ে তৈরি লেবার সেডটিও বনকর্মকর্তাদের উপস্থিতিতে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।


চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো:শাহানশাহ নওশাদ এর নেতৃত্বে মীরসরাই রেঞ্জে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী এবং হিংগুলি বিটের অধীন এফসিভি এর সভাপতি ও সদস্যদের সার্বিক অংশগ্রহনে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

রেঞ্জ কর্মকর্তা মো:শাহানশাহ নওশাদ জানান, দীর্ঘদিন ধরে বনবিভাগের কিছু জায়গা বেহাত থাকায় উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে।পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম কায়সার’র পরামর্শক্রমে অনুযায়ী উদ্ধারকৃত জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে বলেও জানান তিনি।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই ।। দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন