চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন নারী উদ্যোক্তা জান্নাতুল নাঈমা। তিনি আচারের সত্ত্বাধিকারী, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহিলা সম্পাদক এবং মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কর্মরত সি,এইচ,সি পি। রবিবার (৫ অক্টোবর) বিকেলে কাটাছড়া সারেং স্কুলের সামনে রিয়াদ হোসেনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী তার এবং তার স্বামী, ডা. মোহাম্মদ জাহেদুল ইসলামের উপর হামলা চালায়।
হামলার অভিযোগে নাঈমা রাতে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন যে, গত দুই মাস ধরে রিয়াদ তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল এবং প্রাণনাশের হুমকি দিচ্ছিল। শনিবার, ক্রেতা সেজে নাইমুল হাসান শুভ নামের এক ব্যক্তি তার কাছে অর্ডার দেয় এবং পরবর্তীতে হামলা করে। হামলার সময় জান্নাতুলের জামাকাপড় টানা হেচড়া করা হয় এবং নগদ ১৫ হাজার টাকা ছিনতাই হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুল হুদা জানান, হামলার ফলে তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
ডা. জাহেদুল ইসলাম বলেন, রিয়াদ হোসেন দীর্ঘদিন ধরে জান্নাতুল নাঈমকে মোবাইলে উত্যক্ত করছিল এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ফেক আইডি খুলে বাজে ছবি পোস্ট করছিল। এই কারণে জান্নাতুল থানায় জিডি করেছিলেন। রিয়াদ নাঈমাকে হুমকি দিয়েছিল যে তার অনলাইন ব্যবসা বন্ধ করে দেবে।
অভিযুক্ত নাইমুল হাসান শুভ বলেন, "আমি এই ঘটনার সাথে জড়িত নই। আমি চট্টগ্রামে থাকি, আমার নাম কেন আসলো বুঝতে পারছি না।" অন্যদিকে, রিয়াদ হোসেন সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, "এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।"
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, "ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য ঘটনাস্থলে থানার টিম যাবে। দোষী সাব্যস্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় উদ্যোক্তা সমাজে নিরাপত্তা ও আইনের সুষ্ঠু প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।