ঢাকা
খ্রিস্টাব্দ

নতুন রাজনৈতিক দলের ঘোষণা: ইনসাফ পার্টি নিয়ে সোহেল রানা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1732626 জন

  • নিউজটি দেখেছেনঃ 1732626 জন
নতুন রাজনৈতিক দলের ঘোষণা: ইনসাফ পার্টি নিয়ে সোহেল রানা
ছবি : সংগৃহীত

নায়ক মো. মাসুদ পারভেজ সোহেল রানা নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ইনসাফ পার্টি প্রতিষ্ঠা করেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সভায় তিনি এ ঘোষণা দেন। দলের ইংরেজি নাম হবে "Bangladesh Insaf Party" এবং প্রতীক হিসেবে নির্বাচিত হয়েছে শান্তির প্রতীক কবুতর।


সভায় সোহেল রানা জানান, এই মাসের শেষ সপ্তাহে বা আগামী মাসের প্রথম সপ্তাহে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে। তিনি ছাত্রজীবনে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ১৯৬৫ সালে বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে ২০০৯ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচনী উপদেষ্টা হন।


এদিনের সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ তোশারফ আলী, সাবেক উপ-মহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং নৌবাহিনীর কমোডর (অব.) সানাউল নোমানসহ আরও অনেক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।


এছাড়া সভায় উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা রফিকুল হাফিজ, তরুণ আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর, রাজনৈতিক নেতা ডা. সালাহ উদ্দিন ভুইয়া, মহিলা নেত্রী আনোয়ারা ইসলাম রানী, এবং সাবেক রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবদুর রহিম।


সোহেল রানার নেতৃত্বে ইনসাফ পার্টি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ভিন্নতা আনতে কাজ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন