চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। বুধবার (২ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী নেতৃত্বে এ অভিযানে মেসার্স এ আর এস আলম এগ্রো ফুড অ্যান্ড বেভারেজের পানির কারখানায় এই জরিমানা করা হয়।
অভিযানের সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের জন্য বিএসটিআইয়ের বৈধ গুণগত মান সনদ ছাড়া মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করে আসছিল। এ জন্য বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, পণ্যের মোড়ক নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী আরও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মোট জরিমানা হয়েছে ২ লক্ষ টাকা।
বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএসটিআই ফিল্ড অফিসের প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী বুলবুল আহমেদ জয় এবং জোরারগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিট্রেট প্রশান্ত চক্রবর্তী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মেসার্স এ আর এস আলম এগ্রো ফুড এন্ড বেভারেজ পানির কারখানাকে ২লক্ষ জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।