ফেনী সদর উপজেলা স্কাউটস -এর ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদারের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য নার্গিস আক্তারের সন্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা। আরো বক্তব্য রাখেন- ফকির হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব আলমগীর চৌধুরী,ছাত্র সমন্বয়ক সালমান হোসেন।
কাউন্সিল অধিবেশনে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট শিক্ষকগন কাউন্সিলর হিসেবে অংশ গ্ৰহন করেন।কমিটিতে মোট ২৫টি পদের মধ্যে একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।সেই একটি যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আশেক এলাহী ও তৌহিদুল ইসলাম।এতে চার শতাধিক কাউন্সিলর তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিপুল ভোটের ব্যবধানে আশেক এলাহী নির্বাচিত হন।