ঢাকা
খ্রিস্টাব্দ

ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন এস জয়শঙ্কর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৮.৫০ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৮.৫০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1113318 জন

  • নিউজটি দেখেছেনঃ 1113318 জন
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন এস জয়শঙ্কর
-সংগৃহীত স্থির চিত্রে, করমর্দনে আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শঙ্কর।

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের তরফে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, ট্রাম্প এবং ভান্সের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতকে। দেশের প্রতিনিধি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রীএস জয়শঙ্কর।  আগামী ২০ জানুয়ারি সোমবার আমেরিকার ৪৭-তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন জেডি ভ্যান্স। 



সূত্রে জানা যায়, এই সফরে গিয়ে নতুন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও কথাবার্তা বলবেন এস জয়শঙ্কর। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত অন্যান্য অতিথিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। উল্লেখ্য, ২০ জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তি। 



এই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাবেন কি না, তা নিয়ে ভারতের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল। বিরোধীদের মধ্যে কটাক্ষের সুরও শোনা গিয়েছিল। তবে এ বার পররাষ্ট্র মন্ত্রণালয়ের  তরফে স্পষ্ট করা হলো, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের পক্ষে উপস্থিত থাকবেন জয়শঙ্কর। 



উল্লেখ্য, প্রকাশ্যে একাধিকবার মোদীকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন ট্রাম্প। তবে সম্প্রতি মার্কিন মুলুকে ফৌজদারি মামলায় অজিত ডোভালকে আমেরিকার আদালতের সমন, আদানিদের বিরুদ্ধে ঘুষ মামলার মতো ঘটনাগুলি সামনে এসেছে। ট্রাম্পও প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরে বলেছিলেন, কোনও দেশ মার্কিন সামগ্রীর উপরে শুল্ক চাপালে পাল্টা সেই দেশের উপর বেশি ট্যাক্স বসাবে আমেরিকাও। সেই সময়ে তিনি ভারত এবং ব্রাজিল প্রসঙ্গও উল্লেখ করেন। ফলে ট্রাম্প নতুন করে হোয়াইট হাউসে ফিরলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন থাকে? সেই দিকে সব নজর।



‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্করের এই সফরের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৮.৫০ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৮.৫০ পূর্বাহ্ন