ঢাকা
খ্রিস্টাব্দ

মাদারীপুরের শিবচরে দূর্ধষ ডাকাতি

নাইটগার্ডকে তুলে নিয়ে ৪০ লক্ষ টাকার মালামাল ও নগদ অর্থ লুট

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ৫.৫৮ অপরাহ্ন

আপডেট : বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ৬.০৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1183085 জন

  • নিউজটি দেখেছেনঃ 1183085 জন
নাইটগার্ডকে তুলে নিয়ে ৪০ লক্ষ টাকার মালামাল ও নগদ অর্থ লুট
ডাকাতের হামলায় বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শিবচর বিক্রয় কেন্দ্র ভাংচুর। সংবাদদাতা প্রেরিত -ছবি।

মাদারীপুরের শিবচরে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শিবচর বিক্রয় কেন্দ্রে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ১ জানুয়ারি) গভীর রাতে সংঘটিত  এই ডাকাতির ঘটনায় প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

ঘটনার সময় বিক্রয় কেন্দ্রের নাইটগার্ড মো. দাদন মিয়া (৫০) ডাকাতদের আক্রমণের শিকার হন। ডাকাতরা তাকে এলোপাথারি মারধর করে গুরুতর আহত অবস্থায় গাড়িতে উঠিয়ে নিয়ে যায় এবং মাদারীপুুরের সদও উপজোর মোস্তফাপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে ও সিসিটিভি পর্যালোচনা করা জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিক শিবচর পৌরসভার হাতিরবাগান মাঠ সংলগ্ন মূল সড়কের বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে ডাকাতদল হানা দেয়। ডাকাতরা নৈশপ্রহরী দাদন মিয়াকে মারধর করে গাড়িতে তুলে নেয়৷ পরে কলাপশিকল গেট কেটে বিক্রয় কেন্দ্রে প্রবেশ করে৷ এসময় ডাকাতরা ৪০ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে চলে যায়৷

সূত্রে আরো জানা যায়, ডাকাতির এই ঘটনায় শিবচর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।



বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্থানীয় ব্যবস্থাপক কৃষ্ণ রঞ্জন দাস (৫০) বলেন, ডাকাত দলের সদস্য প্রায় ৪০ লাখ টাকার  লুট করেছে। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।

এবিষয় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন জানান, অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ৫.৫৮ অপরাহ্ন
আপডেট : বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ৬.০৪ অপরাহ্ন