ঢাকা
খ্রিস্টাব্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামী

জোরারগঞ্জ থানার করেরহাটে কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ৬.৫৫ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ৬.৫৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1221190 জন

  • নিউজটি দেখেছেনঃ 1221190 জন
জোরারগঞ্জ থানার করেরহাটে কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার ১নং করেরহাট ইউনিয়নে এক শিক্ষা বৈঠক ও কর্মী সম্মেলন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় স্থানীয় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাস্টার ফখরুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মাওলানা হায়দার আলীর পরিচালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলা উদ্দিন সিকদার।


তিনি তার বক্তৃতায় বলেন, “বর্তমান সময়ে জামায়াতে ইসলামী দেশের জনগণের কাছে অনেক আশার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের উন্নয়ন এবং জাতির সঠিক পথনির্দেশনার জন্য জামায়াতে ইসলামীকে আরো অগ্রসর হতে হবে এবং দ্বীনের দাওয়াত সকলের কাছে পৌঁছাতে হবে।”


এছাড়া, আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার নুরুসসালাম, জোরারগঞ্জ থানা আমীর ও সাবেক কাউন্সিলর মোঃ নুরুল হুদা হামিদী, সেক্রেটারি মোঃ মাইন উদ্দিন, থানা বায়তুলমাল সম্পাদক মাওলানা আবদুল গফুর, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুর রহমান, তেজগাঁ থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আলী আকবর এবং ইউনিয়ন এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।


উক্ত কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর লক্ষ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়, যা কর্মীদের আরো সংগঠিত এবং গতিশীল করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ৬.৫৫ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ৬.৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ