ঢাকা
খ্রিস্টাব্দ

সংসারে সুখী হওয়ার টিপস দিলেন টয়া

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
বিনোদন
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২.২০ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২.২০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1221221 জন

  • নিউজটি দেখেছেনঃ 1221221 জন
সংসারে সুখী হওয়ার টিপস দিলেন টয়া
ছবি : সংগৃহীত

এক সময় ছোট পর্দার বেশ পরিচিত মুখ ছিলেন মুমতাহিনা চৌধুরী টয়া। তবে এখন অভিনয় কম করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। নানা বিষয়ে কন্টেন্ট নির্মাণ করে অনুরাগীদের মাঝে আনন্দ ছড়িয়ে দিচ্ছেন। ব্যক্তি জীবনে বিবাহিত এই অভিনেত্রী। 




২০২০ সালে ছোট পর্দার অভিনেতা সৈয়দ জামান শাওনকে বিয়ে করেন টয়া।  প্রায় পাঁচ বছর ধরে চুটিয়ে সংসার করছেন এ তারকা দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুমতাহিনা চৌধুরী টয়া সংসার সুখী হওয়ার টিপস দিয়েছেন। সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘বর্তমান সময়ে ভুল করলে অনেকে সম্পর্ক ভেঙে ফেলে।  চারিদিকে অনেক অপশন একটা সম্পর্ক না থাকলে কী হবে, হাজারটা আসবে যাবে এমন মনোভাব অনেকের থাকে। তবে ভুল গুলো মানিয়ে নিয়ে সংসার করতে পারাটাই সত্যিকার অর্থে সাফল্য।’



টয়ার কথায়, ‘আল্লাহ আমাদের দিকে শুভদৃষ্টি রেখেছে, মাথায় হাত রেখেছে আমরা এখনও ভালো আছি। পরিবারের সদস্যরা আমাদের ভালোবাসে। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের মধ্যে দোষ ত্রুটি আছে আমরা অনেক ভুল করি। ইগোকে পাশে রেখে আমাদের সমস্যা সমাধান করি। দিনশেষে সবার এটা করা উচিত।’ বিরতির পর অভিনয়ে ফেরার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আমাকে এত বছর থেকে ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কাজ করছি না অনেক দিন থেকে। তারপরও আমাকে ভালোবেসে যাচ্ছেন। যারা আমাকে ভালোবেসে যাচ্ছেন তাদের জন্য আবারও অভিনয়ে ফিরে আসার চেষ্টা করছি।’




মুমতাহিনা চৌধুরী টয়ার ভাষ্য, ‘আমাদের পরিবার খুশি আমরা খুব আরাম-আয়েশে সংসার চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আমার পরিবারের সদস্যরা খুব হেল্পফুল। তারা আমাদেরকে খুব আরামে রেখেছে। সব দিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
বিনোদন
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২.২০ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২.২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ