ঢাকা
খ্রিস্টাব্দ

আলোর স্বল্পতা ও বৃষ্টিতে খেলা বন্ধ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1740489 জন

  • নিউজটি দেখেছেনঃ 1740489 জন
আলোর স্বল্পতা ও বৃষ্টিতে খেলা বন্ধ
ছবি : সংগৃহীত

আলো স্বল্পতা ও বৃষ্টিতে বন্ধ রয়েছে কানপুর টেস্টের প্রথম দিনের খেলা। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭।


দ্বিতীয় সেশনে মেঘের কারণে গ্রিন পার্ক স্টেডিয়ামের চারপাশটা বেশ অন্ধকার হয়ে আসে। আলোর স্বল্পতায় ৩৫তম ওভার শেষে আম্পায়াররা তাই খেলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে ড্রেসিংরুমে ফিরে যায় দুই দলই। পরে কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি। 

এর আগে ২ উইকেটে ৭৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর অশ্বিনের বলে এলবিডব্লু হয়ে ফিরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 


৮০ রানে তিন উইকেট হারানোর পর মুমিনুল ও মুশফিক মিলে শত রান পার করেন।  মুমিনুল ৪০ রানে ও মুশফিক ৬ রানে অপরাজিত রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন