ঢাকা
খ্রিস্টাব্দ

শিক্ষকদের সম্মান করবে, তাদের প্রতি শ্রদ্ধার যেন কমতি না হয়

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি (মিরসরাই) ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1738874 জন

  • নিউজটি দেখেছেনঃ 1738874 জন
শিক্ষকদের সম্মান করবে, তাদের প্রতি শ্রদ্ধার যেন কমতি না হয়
মিরসরাই প্রফেশনাল সোসাইটি- ঢাকার নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের গ্রুপ ছবি।

মিরসরাই প্রফেশনাল সোসাইটি- ঢাকার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের সহায়তায় নগদ অর্থ ও শিক্ষা উপকরন প্রদান করা হয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মিরসরাই উপজেলা পরিষদের জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিদারুল আলম চৌধুরী।


আলী হায়দার চৌধুরী এফসিএমএ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল (অব) মোহাম্মদ মহসীন, বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শাহ নুর জিলানী, অবসরপ্রাপ্ত ডিআইজি মেজবাহুন্নবী, এনামুল গোফরান চৌধুরী, ম্যাজিষ্ট্রেট রোকন-উদ-দ্দৌলা (অব:), ডা: এস এ ফারুক, কামরুল হাসান এফসিএ, বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট কর্মকর্তা জিলহাজ উদ্দিন নিপুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির, আবু সাঈদ চৌধুরী, সাংবাদিক এম সামছুদ্দিন প্রমুখ এবং আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। আলোচনা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক বন্যাকবলিত শিক্ষার্থীদের মাঝে ২ হাজার টাকা করে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।


অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্য প্রদানকালে যে কোন দূর্যোগে বা সংকটে শিক্ষার্থীদের মৌলিক যে কোন সংকটে এই সংগঠন পাশে থেকে কাজ করবে। অনুষ্ঠানের পূর্বে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবারও বিতরণ করা হয়।


বক্তাগন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, আমরা শিক্ষাজীবন পার করে প্রফেশনাল জীবনেও সফল। আমরা শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছি। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা শিক্ষকদের সম্মান করবে, তাদের প্রতি শ্রদ্ধার যেন কমতি না হয়- তাদের আশির্বাদেই সফল মানুষ হিসাবে গড়ে উঠবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি (মিরসরাই) ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ