ঢাকা
খ্রিস্টাব্দ

‘বড় ছেলে’কে নিয়ে মেহজাবীনের আবেগঘন পোস্ট

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1761155 জন

  • নিউজটি দেখেছেনঃ 1761155 জন
‘বড় ছেলে’কে নিয়ে মেহজাবীনের আবেগঘন পোস্ট
ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় করেছেন অসংখ্য নাটকে। ছোট পর্দায় অভিনয় দিয়েই জয় করেছেন ভক্তদের মন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন তিনি।



তবে ক্যারিয়ার টার্নিং পয়েন্ট হিসেবে তিনি দাবি করেন সাত বছর আগে করা ‘বড় ছেলে’ নাটকটিকে। এই একটি নাটকই তার ক্যারিয়ার, জীবন ও চিন্তাকে বদলে দিয়েছিল। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এসংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন নিজের ফেসবুক টাইম লাইনে। জানিয়েছেন ওই একটি নাটকের সূত্র ধরে এখনো ভক্তদের ভালোবাসা পাচ্ছেন তিনি।

বাংলাদেশ টেলিভিশনের পরিচিত মুখ মেহজাবিন চৌধুরীর হাসিতে মুগ্ধ তাঁর ভক্তরা |  Mehazabien Chowdhury Win Her Fans Heart With Her Beautiful Smile - Bengali  Oneindia


‘বড় ছেলে’ টেলিফিল্মটির প্রচারের দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীন এক আবেগময় পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘বড় ছেলের ৭ বছর হতে চলেছে, আমি এখনও ভক্তদের থেকে আগের মতো ভালোবাসা পেয়ে যাচ্ছি।’


অভিনেত্রী আরও লিখেছেন, ‘এ নাটকটি আমার ক্যারিয়ারে পরিবর্তন এনে দিয়েছে। এরপর আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার কাছে চিরকৃতজ্ঞ এমন সুন্দর উপহার দেওয়ার জন্য।’




পোস্টে মারুফ আহমেদ নামে এক ভক্ত লিখেছেন, ‘আমি তখন ইন্টার ফাস্ট ইয়ারে পড়ি, ২০১৭ এই নাটক ওই সময় যতবার দেখছি ততবার চোখ থেকে পানি পড়ছে ইমোশন ধরে রাখতে পারিনি।’


সাব্বির নামে আরেকজনের ভাষ্য, ‘আমার জীবনে নাটক দেখা শুরু হয়েছে বড় ছেলে নাটকটা দেখে।’ রাতুলের ভাষ্য, ‘এই নাটকটা খুবই ভালো লাগে আমার কাছে।’

Mehjabin.0


উল্লেখ্য, এ টেলিফিল্মে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ এর চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার বাবা একজন স্কুল শিক্ষক। এক সময় বাবার অবসর নেবার সময়ও আসে চলে। এরপর পরিবারের আয়ের উৎস হিসেবে হাল ধরতে হয় বড় ছেলেকেই। বড়লোকের মেয়ে রিয়ার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। একপর্যায়ে সে তার বাবা-মার কাছে বিয়ে না করা নিয়ে কোন অজুহাতই দেখাতে পারে না। এদিকে রাশেদ অনেক চেষ্টা করেও চাকরি পায় না। বাস্তবতার কাছে পরাজিত হয়ে বাধ্য হয়ে ওরা একটি সিদ্ধান্তে আসে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন