ঢাকা
খ্রিস্টাব্দ

বিসিবির কাছে ক্রিকেটারদের ১৬ দফা দাবি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1775101 জন

  • নিউজটি দেখেছেনঃ 1775101 জন
বিসিবির কাছে ক্রিকেটারদের ১৬ দফা দাবি
ছবি : সংগৃহীত

তাঁরা মূলত এসেছিলেন বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটারদের পক্ষ থেকে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে শুভেচ্ছা জানাতে। শেষ পর্যন্ত ব্যাপারটা অবশ্য শুভেচ্ছাবার্তা পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। নিজেদের জমে থাকা চাওয়া-পাওয়ার কথাও জানিয়ে গেছেন বিসিবি বরাবর।


দেশের জেলা পর্যায়ের প্রায় ৩০০ ক্রিকেটার এ দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম প্রাঙ্গণে উপস্থিত হন।



মোট ১৬ দফা দাবির কথা জানিয়েছেন তাঁরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় অংশ নিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মালয়েশিয়ায় থাকায় ক্রিকেটারদের দাবিদাওয়ার কথা শোনেন নাজমুল আবেদিন। সামর্থ্য অনুযায়ী সেগুলো পূরণের আশ্বাসও দিয়েছেন তিনি। বর্তমানে খুলনা জেলা দলের ক্রিকেটার ও প্রথম বিভাগে ঢাকা কাকরাইল বয়েজ ক্রিকেট ক্লাবের অধিনায়ক রিয়াজুল করিম জানিয়েছেন, ২০১৯ সালে ক্রিকেটারদের আন্দোলনের সময়ও তাঁরা নিজেদের দাবিদাওয়া পেশ করেছিলেন। কিন্তু আম্পায়ারের মানোন্নয়ন ছাড়া সে অর্থে তাঁদের দাবির কোনোটাই পূরণ হয়নি।

44


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন