ঢাকা
খ্রিস্টাব্দ

নগরীর সৌন্দর্য রক্ষায় মাঠে মেয়র শাহাদাত, উচ্ছেদ করা হলো অবৈধ ব্যানার-পোস্টার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২.৩৩ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২.৩৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 816 জন

  • নিউজটি দেখেছেনঃ 816 জন
নগরীর সৌন্দর্য রক্ষায় মাঠে মেয়র শাহাদাত, উচ্ছেদ করা হলো অবৈধ ব্যানার-পোস্টার
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।


চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুমতিবিহীন পোস্টার, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণে রোববার (৫ অক্টোবর) সরাসরি অভিযানে নেমে তিনি নিজেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।


কাজীর দেওরি মোড়, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদিঘী, চকবাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত এ অভিযানে মেয়রের নিজের ছবিযুক্ত ব্যানার-পোস্টারও অপসারণ করা হয়।


অভিযানকালে মেয়র বলেন, “ক্লিন ও সুন্দর চট্টগ্রাম গড়তে আমরা বদ্ধপরিকর। অনুমতি ছাড়া কেউ ব্যানার-পোস্টার লাগালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


তিনি আরও জানান, পূজা উপলক্ষে লাগানো শুভেচ্ছা ব্যানারগুলোর জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল। তবে উৎসব শেষ হওয়ার পর এসব ব্যানারও সরিয়ে ফেলতে হবে। “আমরা প্রতিটি ধর্মীয় উৎসবকে সম্মান করি, কিন্তু শহরের সৌন্দর্যের ব্যাপারে কোনো ছাড় নয়,” বলেন মেয়র।


চকবাজার জোনকে শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধ 'ক্লিন, গ্রিন ও হেলদি জোনে' রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। যত্রতত্র ব্যানার-পোস্টারের বদলে আধুনিক ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বা এলইডি স্ক্রিন ব্যবহার করার আহ্বান জানান তিনি, যাতে শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে এবং বিজ্ঞাপনদাতারাও নিয়ম মেনে প্রচার করতে পারেন।


অভিযানে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) সহ পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২.৩৩ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২.৩৩ পূর্বাহ্ন