ইউপিডিএফ অস্ত্রধারী সন্ত্রাসীদের আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। গত বুধবার রাতে দুর্গাপূজার নবমী উৎসব পরিদর্শন করতে গিয়ে রাঙামাটির তবলছড়ি রক্ষাকালী মন্দিরে পূজামন্ডপ স্থানীয় গণমাধ্যমকর্মীদের রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, “ ইউপিডিএফরের অস্ত্রধারী সন্ত্রাসী যারা রয়েছেন আপনাদের আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আপনাদের অনেক ছাড় দিয়েছি, আর না। আমি রাঙামাটি রিজিয়ন থেকে নিশ্চিত করছি- এ দেশ থেকে আপনাদের বিতাড়িত হতে হবে। ইউপিডিএফের যে অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে তাদের এ দেশ থেকে বিতাড়িত করা হবে, এটা তাদের জন্য শেষ হুঁশিয়ারি বলেছেন, রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। তিনি বলেন, সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ যাদের মদদে কাজ করছে তাদের সে দেশে ফিরে যেতে হবে। পার্বত্যাঞ্চলে যতদিন সেনাবাহিনী থাকবে, ততদিন ইউপিডিএফের কোনো স্থান হবে না এ দেশের মাটিতে। এটা ইউপিডিএফের জন্য শেষ হুঁশিয়ারি।”
এসময় তিনি আরও বলেন, বিভিন্ন জাত ও ধর্মের মধ্যে কোনো বিভেদ নেই, তবে কিছু কুচক্রী মহল আমাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করে। পার্বত্য অঞ্চলে শান্তি ও সমপ্রীতি বজায় থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করা যাবে বলেও তিনি মন্তব্য করেন। এসময় রাঙামাটি রিজিয়ন কমান্ডারের সঙ্গে সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তারা, পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।